Your search results

PADMA ECO CITY

ঢাকা জিরো পয়েন্ট থেকে ২২ কিলোমিটার এবং নির্মাণাধীন পদ্মাসেতু হতে ১৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত এবং ৩০০ ফুট প্রশস্ত ঢাকা-মাওয়া মহাসড়কের দু’পাশে প্রকল্পের অবস্থান।প্রকল্প এলাকা প্রাকৃতিক সবুজের মাঝে লেকবেষ্টিত উঁচুভূমি।

পদ্মা ইকো সিটিতে রয়েছে ৩,৪,৫,৬ ,১০ ও ১ বিঘা প্লট এবং রয়েছে ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স, ভিলা ও কন্ডোমিনিয়াম জোন ।

 

» সর্বাধুনিক সুযােগ – সুবিধা সম্বলিত বিশাল শিশু পার্ক ও অ্যামিউজমেন্ট পার্ক , মসজিদ , মন্দির , কবরস্থান ও কমিউনিটি সেন্টার থাকবে ।

» বাংলা ও ইংরেজি মাধ্যমে কিন্ডারগার্টেন , স্কুল , কলেজ , বেসরকারি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় , খেলার মাঠ , কর্তৃপক্ষের সার্বক্ষণিক নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা , কেন্দ্রীয় নিরাপত্তা বলয় , পুলিশ বক্স ও টেলিযােগাযােগ ব্যবস্থা থাকবে ।

» ইকো সিটিতে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র , পানি বিশােধন প্রকল্প , বর্জ্য নিষ্কাশন ও বায়ােগ্যাস প্রকল্প থাকবে ।

» পদ্মা ইকো সিটিতে ৩২ বিঘা জমির উপর প্রাকৃতিক জঙ্গল ’ গড়ে তােলা হবে যা বাংলাদেশে একমাত্র জীব – বৈচিত্র্যের নান্দনিক সংস্থান

» পদ্ম ইকো সিটির অভ্যন্তরে ১৫০ বিঘা জমিতে এবং প্রজেক্টের চতুর্দিকে থাকবে মনােরম লেক ।

» প্রকল্পের লেক ও সবুজ বনায়ন বেষ্টিত ,প্রশস্ত রাস্তা, হেলিপ্যাড ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত এলাকায় ডুপ্লেক্স জোন অবস্থিত।

» এতে সার্বক্ষণিক বিশুদ্ধ পানি ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার ব্যবস্থা থাকবে।

» প্রতিটি ডুপ্লেক্সের প্ল্যান, ডিজাইন, ও সমস্ত নির্মাণ কার্যাবলী প্রকল্প কর্তৃপক্ষ সম্পন্ন করে হস্তান্তর করবেন।

» প্রকল্পের ভিতরে একটি ডুপ্লেক্স , ট্রিপ্লেক্স , ভিলা ও কন্ডােমিনিয়াম জোন স্থাপন করা হচ্ছে ।

» প্রকল্পে থাকছে নিজস্ব আন্তর্জাতিক মানের মেডিক্যাল কলেজ ও হাসপাতাল , বিশ্ববিদ্যালয় , কালচারাল সেন্টার , ৫ ডি সিনেমা হল ও স্টেডিয়াম ।

PEC

Compare Listings